Skip to content

নতুন তিন ইপিজেড

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (BEPZA) অধীনে আরও তিনটি ইপিজেড নির্মিত হবে। এ জন্য বেপজার নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ৩,১০০ কোটি টাকা। প্রস্তাবিত তিন ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) হবে গাইবান্ধা, যশাের ও পটুয়াখালীতে। নভেম্বর । ২০১৯ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে BEPZA’র বাের্ড অব গভর্নরসের এক বৈঠকে নতুন তিনটি ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। BEPZA’র আওতায় বর্তমানে ঢাকা, আদমজী, চট্টগ্রাম, মােংলা, ঈশ্বরদী, কুমিল্লা, উত্তরা ও কর্ণফুলী এ ৮টি ইপিজেড রয়েছে।

তথ্যসূত্র: কারেন্ট অ্যাফেয়ার্স, ফেব্রুয়ারি ২০২২

Click Here
1
Contact Us on Whatsapp
Scan the code
Hello,
How can we help you?