Skip to content

ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসানতারা

ইন্দোনেশিয়ার রাজধানী বাের্নিও দ্বীপে স্থানান্তরে ১৮ জানুয়ারি ২০২২ পার্লামেন্টে একটি আইন পাস করা হয়। এর মাধ্যমে উচ্চাভিলাষী ৩,২০০ কোটি মার্কিন ডলারের মেগা প্রকল্পের একটি আইনি কাঠামাে তৈরি হলাে। বাের্নিও দ্বীপের কালিমানতানে একটি জঙ্গলপ্রধান এলাকায় নতুন রাজধানী স্থানান্তর করা হবে। রাজধানীর নাম হবে ‘নুসানতারা’ (Nusantara), যা নামকরণ করেন প্রেসিডেন্ট জোকো উইদোদো। ২৬ আগস্ট ২০১৯ প্রেসিডেন্ট জোকো উইদোদো জাকার্তা থেকে রাজধানী সরিয়ে নেওয়ার পরিকল্পনা ঘােষণা করেন, কিন্তু করােনা মহামারির কারণে এ পরিকল্পনার অগ্রগতি থমকে যায়। ১৯৪৫ সালে নেদারল্যান্ডসের কাছ থেকে স্বাধীন হওয়ার পর থেকেই দেশটি জাকার্তার বদলে অন্য কোনাে শহরকে রাজধানী করার পরিকল্পনা করে আসছে।

তথ্যসূত্র: কারেন্ট অ্যাফেয়ার্স, ফেব্রুয়ারি ২০২২

Click Here
1
Contact Us on Whatsapp
Scan the code
Hello,
How can we help you?