Skip to content

দেশে প্রথম মরণোত্তর কিডনি প্রতিস্থাপন

    দেশে প্রথমবারের মতো ব্রেনডেথ রোগীর শরীর থেকে নেওয়া দুটি কিডনি দুজনের শরীরে সফলভাবে প্রতিস্থাপন (ক্যাডাভেরিক অর্গান ডোনার ট্রান্সপ্ল্যান্টেশন) সম্পন্ন হয়েছে।

    ২০ বছর বয়সি সারা ইসলাম নামের এক ব্রেনডেথ নারীর শরীর থেকে ওই দুটি কিডনি নেওয়া হয়। বিএসএমএমইউ একটি কিডনি মিরপুরের বাসিন্দা ৩৪ বছর বয়সি শামীমা আক্তারের দেহে প্রতিস্থাপন করে। অন্যটি ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনে চিকিৎসাধীন হাসিনা আক্তারের (৩৭) দেহে প্রতিস্থাপন করে।

    এদিকে, সারা ইসলামের কর্নিয়া দুটির একটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রাজশ্রী দাশ প্রতিস্থাপন করেন সুজন (২৩-২৫) নামের এক যুবকের চোখে। অপর কর্নিয়াটি ফেরদৌস আক্তার (৫৬) নামের এক নারীর চোখে প্রতিস্থাপন করেন ওই হাপাতালের কমিউনিটি অপথালমোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শীষ।

    তথ্যসূত্র: কারেন্ট নিউজ/ ফেব্রুয়ারি ২০২৩

    Click Here
    1
    Contact Us on Whatsapp
    Scan the code
    Hello,
    How can we help you?