Skip to content

শরীয়তপুরে গ্যাসের সন্ধান

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। নড়িয়ার চামটা ইউনিয়নের দিনারা গ্রামে কূপ খননের কাজ রু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রােডাকশন কোম্পানি লিমিটেড (BAPEX)। অনুসন্ধান সফল হলে সেই স্থানে গ্যাস উৎপাদন BPLEX ক্ষেত্র (প্ল্যান্ট) স্থাপন করা হবে। ২০১৪-১৫ অর্থবছরে মেঘনা নদীর তীর শরীয়তপুরের গােসাইরহাট উপজেলার কুচাইপট্টি থেকে খুলনা পর্যন্ত বিশাল এলাকাজুড়ে দ্বিমাত্রিক ভূকম্পন সমীক্ষা (টুডি সিসমিক জরিপ) করা হয়। জরিপে নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের দিনারা গ্রামে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তৈরি করা হয় ৯৫ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প। জুলাই ২০২১ দেড় বছর মেয়াদি শরীয়তপুর তেল-গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্প-১’ নামের প্রকল্পটির কাজ শুরু হয়ে, ডিসেম্বর ২০২২ পর্যন্ত চলবে। বর্তমানে দেশে ২৮টি গ্যাসক্ষেত্র রয়েছে। সবমিলিয়ে গ্যাসের প্রমাণিত ও সম্ভাব্য মজুতের পরিমাণ ১০ টিসিএফ বা ১০ লাখ কোটি ঘনফুট গ্যাস। দৈনিক গ্যাসের চাহিদা ৩৬৬ কোটি ঘনফুট। বার্ষিক গ্যাসের চাহিদা ১ লাখ ৩৪ হাজার কোটি ঘনফুট বা ১.৩ টিসিএফ।

তথ্যসূত্র: কারেন্ট অ্যাফেয়ার্স, ফেব্রুয়ারি ২০২২

Click Here
1
Contact Us on Whatsapp
Scan the code
Hello,
How can we help you?