Skip to content

খুলনা বিশ্ববিদ্যালয়

    খুলনা বিশ্ববিদ্যালয়
    রেজিস্ট্রারের কার্যালয় (সংস্থাপন-০৩)
    স্মারক নং: খুবি/প্রশা-৫-নি-১৯/৯১- ৩৪৭
    তারিখ: ০৩/০৯/২০২০ খ্রি.
    নিয়ােগ বিজ্ঞপ্তি

    খুলনা বিশ্ববিদ্যালয়ের বিধি মােতাবেক প্রদেয় বেতন ও অন্যান্য আর্থিক সুবিধাসহ বিশ্ববিদ্যালয়ে নিম্ন বর্ণিত অন্যান্য কর্মকর্তার শূন্য পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

    পদের নাম: ডাটাবেজ প্রােগ্রামার/কম্পিউটার প্রােগ্রামার
    পদসংখ্যা: ১টি
    বেতনস্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

    পদের নাম: সহকারী রেজিস্ট্রার
    পদসংখ্যা: ১টি
    বেতনস্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা

    পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান
    পদসংখ্যা: ১টি
    বেতনস্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা

    পদের নাম: সেকশন অফিসার
    পদসংখ্যা: ১টি
    বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

    পদের নাম: মেডিকেল অফিসার
    পদসংখ্যা: ২টি
    বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

    পদের নাম: সায়েন্টিফিক অফিসার
    পদসংখ্যা: ১টি
    বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

    পদের নাম: একাউন্টস অফিসার
    পদসংখ্যা: ১টি
    বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

    পদের নাম: সহকারী প্রােগ্রামার (লাইব্রেরি)
    পদসংখ্যা: ১টি
    বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

    পদের নাম: প্রটোকল অফিসার
    পদসংখ্যা: ১টি
    বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

    পদের নাম: পেশ ইমাম
    পদসংখ্যা: ১টি
    বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

    পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)
    পদসংখ্যা: ১টি
    বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

    পদের নাম: নার্স
    পদসংখ্যা: ২টি
    বেতনস্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

    আবেদনের শর্তাবলী : ১। অত্র বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে নিম্নস্বাক্ষরকারী বরাবর ১০ (দশ) সেট আবেদনপত্র প্রেরণ করতে হবে।
    ২। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
    ৩। কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
    ৪। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। দ্বৈত নাগরিকত্ব গ্রহণযােগ্য নয়। বিদেশে স্থায়ীভাবে বসবাসরত/বসবাসের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিও বিবেচিত হবেন না।
    ৫। প্রতি সেট আবেদনপত্রের সংগে নিম্নলিখিত কাগজ-পত্রাদি অবশ্যই দাখিল করতে হবে
    ক) সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি
    খ) নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও কম্পিউটার সনদের সত্যায়িত কপি
    গ) সম্প্রতি তােলা পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি (প্রতি সেটে একটি করে)
    ঘ) যে কোন এক সেট আবেদনপত্রের সঙ্গে অগ্রণী ব্যাংক, খুলনা বিশ্ববিদ্যালয় শাখার উপর, রেজিস্ট্রার, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা-এর অনুকূলে ৬০০ টাকা(ছয়শত) টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা দিতে হবে।
    ৬। সকল পদের প্রয়ােজনীয় নিয়ােগ সংক্রান্ত নিয়মাবলী ও আবেদনপত্রের জন্য নির্ধারিত ফরম খুলনা
    বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://ku.ac.bd/career) থেকে সংগ্রহ করতে হবে।
    ৭। সহকারী প্রকৌশলী (সিভিল)(গ্রেড-০৯) পদে জারীকৃত বিজ্ঞপ্তি মােতাবেক (স্বারক নং: খুবি/প্রশা/৫-নি-১৯/৯১
    ৯৫১; ১৪-০৫-২০১৯ খ্রি.) ইতােপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়ােজন নেই।
    ৮। আবেদনপত্র আগামী ০৬.০৯.২০২০ খ্রি. থেকে ০১.১০.২০২০ খ্রি. তারিখ বিকাল ৫.০০ টার মধ্যে
    ডাকযােগে (অফিস চলাকালীন) নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে অবশ্যই পৌছাতে হবে। অত্র বিশ্ববিদ্যালয়ের অভ্যন্ত
    রীণ প্রার্থীর আবেদনপত্র ব্যতীত অন্য কোন আবেদনপত্র সরাসরি বা হাতে হাতে গ্রহণযােগ্য নয়।
    ৯। নিয়ােগ সংক্রান্ত কর্তৃপক্ষীয় সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
    ১০। অনুমােদিত পদ থাকা সাপেক্ষে বিজ্ঞাপিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে।
    ১১। লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ/ডি.এ. প্রদান করা হবে না।

    (প্রফেসর খান গােলাম কুদ্দুস)
    রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)

    Click Here
    1
    Contact Us on Whatsapp
    Scan the code
    Hello,
    How can we help you?