Skip to content

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পদের নাম 

  • রেজিস্ট্রার 
  • লাইব্রেরীয়ান 
  • উপ-রেজিস্ট্রার 
  • উপ-পরিচালক (অডিট) 
  • নির্বাহী প্রকৌশলী (পুর.) 
  • মেডিকেল অফিসার (১টি পুরুষ ও ১টি মহিলা) 
  • সহকারী প্রকৌশলী (সিভিল) (উপ-বিশ্ববিদ্যালয় প্রকৌশলী পদের বিপরীতে) 
  • ব্রাদার 
  • সহকারী পাবলিক রিলেশন অফিসার 
  • ক্যাটালগার 
  • ড্রাইভার 
  • মােয়াজ্জিন
  • কার্পেন্টার (মেশন পদের বিপরীতে) 
  • মালী 
  • সহকারী কুক (বয় পদের বিপরীতে) নিরাপত্তা প্রহরী

  • প্রতিটি পদে আবেদন করার জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম (Prescribed Form), শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা এবং নিয়ােগের শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmrstu.edu.bd) হতে সংগ্রহ করা যাবে।
  • যে পদে আবেদন করতে ইচ্ছুক সে পদের নাম অবশ্যই খামের উপর উল্লেখ করতে হবে। আবেদনপত্র জমা দেয়ার সময় ক্রমিক নং-১ হতে ক্রমিক নং-০৯ পর্যন্ত উল্লেখিত পদের জন্য ১২০০/- (এক হাজার দুইশত) টাকা এবং ক্রমিক নং-১০ হতে ক্রমিক নং-১৬ পর্যন্ত পদের জন্য ৬০০/- (ছয়শত) টাকা অত্র বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগে নগদ জমা দিয়ে জমা রশিদ অথবা অগ্রণী ব্যাংক লিঃ এর যে কোন শাখা হতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গােপালগঞ্জ এর অনুকূলে হিসাব নং- ০২০০০০৩১৫২৩৭২ এ নগদ জমা দিয়ে জমা রশিদ আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে। 
  • আবেদন পত্রের হার্ড কপি (৬ সেট) কুরিয়ার সার্ভিসের/ডাক বিভাগ এর মাধ্যমে অথবা হাতে হাতে আগামী ২৯/০৮/২০২১ইং তারিখ বিকাল ৫-০০ টার মধ্যে রেজিস্ট্রার দপ্তরে জমা দেয়া যাবে/পৌছাতে হবে। কুরিয়ার সার্ভিস/ডাক বিভাগের বিলম্বের জন্য কর্তৃপক্ষ কোনভাবেই দায়ী থাকবে না।

এই প্রতিষ্ঠানের আরো আপডেট দেখতে ক্লিক করুন

Click Here
1
Contact Us on Whatsapp
Scan the code
Hello,
How can we help you?