Skip to content

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)

    প্রধানমন্ত্রীর কার্যালয়
    বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ
    বেপজা কমপ্লেক্স বাড়ি নং-১৯/ডি, রােড নং-৬, ধানমন্ডি, ঢাকা-১২০৫
    (www.bepza.gov.bd) নং ০৩.০৬.২৬১৬.৩০৭,১১.০৭০.১৮ -৯৪৮
    তারিখ: ১৯ ভাদ্র ১৪২৭
    ০৩ সেপ্টেম্বর ২০২০
    নিয়ােগ বিজ্ঞপ্তি
    বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের রাজস্ব খাতে নিম্নবর্ণিত কর্মকর্তা/কর্মচারীর শূন্য পদে নিয়ােগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে Online এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

    পদের নাম: সহকারী ব্যবস্থাপক
    পদসংখ্যা: ২টি
    যােগ্যতা: বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। অথবা বাণিজ্য। (অর্থ/নিরীক্ষা)
    বিভাগে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি অনার্স ডিগ্রি।
    বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

    পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা
    পদসংখ্যা: ২টি
    যােগ্যতা: স্নাতক ডিগ্রিসহ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার/সিনিয়র ওয়ারেন্ট অফিসার বা সমমর্যাদাসম্পন্ন কর্মকর্তা হতে হবে।
    বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

    পদের নাম: সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা/সহকারী নিরীক্ষা কর্মকর্তা
    পদসংখ্যা: ২টি
    যােগ্যতা: বাণিজ্যে ন্যূনতম স্নাতক ডিগ্রিসহ হিসাব রক্ষক/ ক্যাশিয়ার পদে ৩ বছরের অভিজ্ঞতা।
    বেতনস্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

    পদের নাম: নিরাপত্তা পরিদর্শক
    পদসংখ্যা: ১২টি
    যােগ্যতা: এইচএসসি পাশসহ সশস্ত্র বাহিনীর কর্পোরাল অথবা সমমর্যাদা সম্পন্ন পদে অবসরপ্রাপ্ত।
    বেতনস্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

    পদের নাম: গাড়ী চালক
    পদসংখ্যা: ১৫টি
    যােগ্যতা: অষ্টম শ্রেণী পাস এবং যানবাহন চালনায় সরকার কর্তৃক নির্ধারিত উপযুক্ত কর্তৃপক্ষ হতে লাইসেন্স প্রাপ্ত।
    বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

    পদের নাম: নিরাপত্তা প্রহরী
    পদসংখ্যা: ৬৫টি
    যােগ্যতা: ন্যূনতম এসএসসি পাস। শারীরিক যােগ্যতা: উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৫ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি হতে হবে।
    বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

    শর্তাবলী:
    (১) নিয়ােগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধি-বিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযােজ্য বিধি-বিধান অনুসরণ করা হবে।
    (২) চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণপূর্বক দরখাস্ত করতে হবে। মৌখিক পরীক্ষার বাের্ডে ঐ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র দাখিল করতে হবে।
    (৩) ক্রমিক ১ এবং ৩ এ বর্ণিত পদে শিক্ষাগত যােগ্যতার কোন স্তরে তৃতীয় শ্রেণি গ্রহণযােগ্য হবে না।
    (৪) বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযােগ্য নয়। ক্রমিক নং ২ এবং ৪ এর প্রার্থীদের বয়সসীমা ০১ সেপ্টেম্বর ২০১০ তারিখে যথাক্রমে ৪৫ (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য) এবং ৪২ (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য) বছর। ক্রমিক নং ১, ৩, ৫, ৬ এর পদে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ০১ সেপ্টেম্বর ২০১০ তারিখে বয়স ১৮-৩০ বৎসর হতে হবে। প্রার্থী মুক্তিযােদ্ধার সন্তানের ক্ষেত্রে বয়স ৩২ বছর তবে মুক্তিযােদ্ধার পুত্র বা কন্যার পুত্র/কন্যার ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর। ক্ৰমিক ৬ এ বর্ণিত নিরাপত্তা প্রহরী পদে সশস্ত্র/অন্যান্য বাহিনীর সিপাহী বা সমপর্যায়ের অবসরপ্রাপ্ত প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর।
    (৫) কোন তথ্য গােপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়ােগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে যে কোন সময় প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়ােগাদেশ বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
    (৬) সশস্ত্র/অন্যান্য বাহিনীর প্রার্থীর বেলায় মৌখিক পরীক্ষার সময় অবসরের সনদ/খালাসী বই সংযুক্ত করতে হবে।
    (৭) নিরাপত্তা প্রহরীদের ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের ৬ (ছয়) মাস প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। সাফল্যজনকভাবে প্রশিক্ষণ সমাপ্তির পর নিয়ােগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
    (৮) ইতােপূর্বে বেপজার স্মারক নং ০৩.০৬.২৬১৬.৩০৭.১১.০৭০.১৮-২২২; তারিখ: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ বিজ্ঞপ্তি মূলে প্রকাশিত নিয়ােগ বিজ্ঞপ্তির বিপরীতে যারা নিরাপত্তা প্রহরী পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়ােজন নেই।
    (৯) কোন তদবির বা সুপারিশ প্রার্থীর অযােগ্যতা বলে বিবেচিত হবে। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।

    অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীঃ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী https://bepza.gov.bd/Recruitments এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: I. Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু এবং শেষের তারিখ ও সময় যথাক্রমে: ১০/০৯/২০২০ তারিখ সকাল ১০:০০ টা থেকে ৩০/০৯/২০২০ তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত। II. ক্রমিক নং ১-৩ এর আবেদনের ফি ৫০০/- এবং ক্রমিক নং ৪-৬ এর আবেদন ফি ৪০০/-I আবেদন সংক্রান্ত প্রয়ােজনীয় তথ্যাদি
    https://bepza.gov.bd/Recruitments বাটনে এবং bepza.teletalk.com.bd/ উভয় লিংকেই পাওয়া যাবে। III. নিয়ােগ সংক্রান্ত যে কোন প্রকার তথ্যের জন্য recruitment@bepza.gov.bd এ মেইল করা যাবে।

    সচিব
    বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ

    Click Here
    1
    Contact Us on Whatsapp
    Scan the code
    Hello,
    How can we help you?