Home » মডেল টেস্ট-০৩। ৩০ নম্বর

মডেল টেস্ট-০৩। ৩০ নম্বর

MCQ.com.bd ওয়েবসাইটে নিয়মিতভাবে নেয়া হবে চাকরি প্রস্তুতিমূলক মডেল টেস্ট।

মডেল টেস্টগুলো হবে ২০, ৩০, ৫০ ও ১০০ নম্বরের। প্রতিটি মডেল টেস্টে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, আইসিটি ও বিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে। মডেল টেস্ট শেষে লিডারবোর্ডে ফলাফল দেখুন এবং অন্যদের তুলনায় আপনার প্রস্তুতি কেমন তা যাচাই করুন।

নিয়োগ পরীক্ষার মতো এখানেও সময় নির্ধারণ করা আছে। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা শেষ করুন। অন্যথায় সময় শেষ হলে পরীক্ষা হলের মতো পরীক্ষা শেষ হয়ে যাবে। পরীক্ষা শেষে View Questions বাটনে ক্লিক করে প্রশ্ন সমাধান দেখুন।

Current Affairs Quiz CA170321