বাংলাদেশ ব্যাংকের দ্বাদশ গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন আবদুর রউফ তালুকদার।

গত ১১ জুন ২০২২ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ চার বছরের জন্য তাঁকে নিয়োগ দিয়েছে। আবদুর রউফ তালুকদার অর্থসচিব হিসেবে কর্মরত ছিলেন। ৪ জুলাই ২০২২ তাঁকে যোগ দিতে বলা হয়েছে। তিনি বর্তমান গভর্নর ফজলে কবিরের স্থলাভিষিক্ত হবেন। প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংক অর্ডার-১৯৭২ অনুযায়ী বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত হয়। আইন অনুযায়ী সরকার গভর্নর পদে নিয়োগ দেবে এবং এর মেয়াদ হবে চার বছর। সরকার চাইলে মেয়াদ বাড়াতে পারবে। ২০২০ সালে আইন সংশোধন করে গভর্নরের বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করা হয়।

তথ্যসূত্র: চলতি ঘটনা/ জুলাই ২০২২