৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা (আবশ্যিক বিষয়) – পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা (আবশ্যিক বিষয়) – পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা (আবশ্যিক বিষয়) আগামী ৮ মে ২০২৫ তারিখ থেকে শুরু হয়ে ১৯ মে ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পরীক্ষাকে সুষ্ঠু, নিরবচ্ছিন্ন ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন করার লক্ষ্যে কমিশন একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে, যা পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের প্রতি যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ জানানো হচ্ছে।

প্রতিদিনের পরীক্ষার নির্ধারিত সময় সকাল ১০টা। তবে প্রতিটি পরীক্ষার দিনে সকাল ৯টা ৪৫ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ পরীক্ষাকক্ষে প্রবেশ করতে হবে। সকাল ৯টা ৪৫ মিনিটের পর কোনও প্রার্থীকে পরীক্ষাকক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এই বিষয়ে সংশ্লিষ্ট নির্দেশনা স্পষ্টভাবে প্রবেশপত্র এবং অন্যান্য পরীক্ষাসংক্রান্ত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় ভিত্তিতে বিভাজন করা হয়েছে এবং প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর দৈবচয়ন পদ্ধতিতে নির্ধারিত কক্ষ ও আসনে স্থানান্তর করা হয়েছে। এ প্রক্রিয়ায় নিজের কক্ষ ও আসন শনাক্ত করতে কিছুটা সময় লাগতে পারে। সেই কারণে যথেষ্ট সময় হাতে নিয়ে কেন্দ্রে পৌঁছানোর জন্য পরীক্ষার্থীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

পরীক্ষার হলে বই, নোট, সকল ধরনের ঘড়ি, মোবাইল ফোন, সায়েন্টিফিক বা প্রোগ্রামেবল ক্যালকুলেটর, যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, স্মার্ট কার্ড অথবা ব্যাগ সঙ্গে আনা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এসব নিষিদ্ধ সামগ্রীসহ কোনো প্রার্থী পরীক্ষাকক্ষে প্রবেশ করলে তার পরীক্ষা বাতিলসহ ভবিষ্যতের সকল নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় প্রার্থীদের প্রবেশপত্র যাচাইয়ের পাশাপাশি ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে মেটাল ডিটেক্টরের সাহায্যে দেহ তল্লাশি করা হবে।

প্রার্থীদের স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে, পরীক্ষার সময় কানের উপর কোনো আবরণ রাখা যাবে না। কেউ যদি হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন মনে করেন, তবে তাকে পূর্বে বিশেষজ্ঞ চিকিৎসকের সুপারিশসহ কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে। পরীক্ষার দিন মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে পরীক্ষার্থীদের নিষিদ্ধ সামগ্রী না আনার জন্য পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হবে।

পরীক্ষার হলে যদি কোনো প্রার্থীর নিকট থেকে নিষিদ্ধ সামগ্রী পাওয়া যায়, তবে তা বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুযায়ী বিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর পরীক্ষার উত্তরপত্র বাতিলসহ ভবিষ্যতের সব নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে। একই সঙ্গে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ এর ধারা ১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুসারে সংশ্লিষ্ট অপরাধের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।