বাংলাদেশ-ভারত বিদ্যুৎখাতে ক্রমবর্ধমান সহযোগিতার অংশ মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট। বাগেরহাটের রামপালে অবস্থিত কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ১ নভেম্বর ২০২৩ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি উদ্বোধন করেন।

• প্রকল্পের নাম: মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট
• বাস্তবায়নকারী সংস্থা: বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (BIFPCL)
• ধরণ: কয়লা চালিত
• অবস্থান: রামপাল, বাগেরহাট
• যে নদীর তীরে অবস্থান: পশুর নদী
• উৎপাদন ক্ষমতা: ১,৩২০ (২× ৬৬০) মেগাওয়াট
• অর্থায়নে: বাংলাদেশ ও ভারত
• পরামর্শক পতিষ্ঠান: জার্মানির ফিশনার গ্রুপ
• নির্মাতা প্রতিষ্ঠান: ভারত হেভি ইলেট্রিক্যালস লিমিটেড (BHEL)
• জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট (JVA) স্বাক্ষর: ২৯ জানুয়ারি ২০১২
• ভিত্তিপ্রস্তর স্থাপন: ৫ অক্টোবর ২০১৩
• বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে বিদ্যুৎ ক্রয় চুক্তি: ২০ এপ্রিল ২০১৩
• NTP (Notice to proceed) ইস্যু: ২৪ এপ্রিল ২০১৭
• পরীক্ষামূলক উৎপাদন: ১ম ইউনিট: ১৫ আগস্ট ২০২২, ২য় ইউনিট: ২৪ অক্টোবর ২০২৩
• বাণিজ্যিক উৎপাদন: ১ম ইউনিট: ২৩ ডিসেম্বর ২০২২, ২য় ইউনিট: অপেক্ষমান
• আনুষ্ঠানিক উদ্বোধন: ১ম ইউনিট: ৬ সেপ্টেম্বর ২০২২, ২য় ইউনিট: ১ নভেম্বর ২০২৩

বিশেষ তথ্য

॥ আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারে বিশ্বে বাংলাদেশ ১৩তম।
॥ আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারে এশিয়ায় ৭ম।

॥ আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তি হলো- পরিবেশ রক্ষায় যে বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কয়লাভিত্তিক প্রকল্প বা প্লান্টের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা হয়, তাকে আল্ট্রা- সুপারক্রিটিক্যাল প্রযুক্তি বলা হয়। এ প্রযুক্তি ব্যবহারের ফলে কয়লার অতি ক্ষুদ্র কণা বাতাসের সঙ্গে মেশার কোনো সুযোগ থাকে না। ফলে পরিবেশ দূষণ অনেক কমে যায়।